এবারের বিপিএল মাতাবেন যেসব গায়ক-নায়ক-নায়িকা
জাকজমকপূর্ণ আয়োজনে বিপিএলের পঞ্চম আসর উদ্বোধনের পরিকল্পনা করছে গভর্নিং কাউন্সিল। ভারত থেকে আসছেন সঙ্গীত শিল্পি অরিজিৎ সিং ও সুনিধি চৌহান। এছাড়া বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষিত ও কারিনা কাপুরকে আনার ব্যাপারেও আলোচনা চলছে। ঢাকা-চট্টগ্রামের বাইরে সিলেটেও এবার আয়োজন হতে পারে কয়েকটি ম্যাচ।
সারা বিশ্বেই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগে ক্রিকেটের বাইরেও থাকে বিনোদনের নানান আয়োজন। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, ক্রিকেট মাঠে চিয়ার্স লেডির উন্মাদনায় আইপিএল, সিপিএল ক্রিকেটারদের কাছেও বেশ আকর্ষনীয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগও এমন জাকজমকপূর্ন করতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিপিএলের পঞ্চম আসর শুরু হবে এ বছরের ৪ নভেম্বর। এর আগে ২ নভেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। এবারের ওপেনিং সেরেমনিতে ভারতীয় শিল্পি অরিজিত সিং ও সুনিধি চৌহানের অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। এছাড়া বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষিত ও কারিনা কাপুরের সাথেও চলছে আলোচনা। বিদেশী শিল্পীর পরিবেশনার পাশাপাশি গুরুত্ব পাবে পাবে দেশী সংস্কৃতি, বলছেন বিপিএল চেয়ারম্যান।
নভেম্বরেই আইপিএলের আদলে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শুরু করবে সাউথ আফ্রিকা। একইসময়ে দুটি লিগ শুরু হলেও বিপিএল তার আকর্ষন হারাবে না বলে প্রত্যাশা বিপিএল কমিটির।
এবারের বিপিএলে প্রতি দলে ৪ বিদেশি পরিবর্তে ৫ জন খেলবেন কিনা সে বিষয় পরের সভায় সিদ্ধান্ত হবে, জানালেন আফজালুর রহমান সিনহা। তবে ঢাকা, চট্টগ্রামের পাশাপাশি সিলেটে কয়েকটি ম্যাচের আয়োজনের সিদ্ধান্ত প্রায় চুড়ান্ত বলেও জানিয়েছেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন