এবার উবারের পাবলিক বাস সেবা মিশরে
উবারের ট্যাক্সি সার্ভিস বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে সেবা দিয়ে চলেছে। এবার পাবলিক বাস সার্ভিসের দেখা মিলবে।
খুব শিগগিরই উবার ইন্টারন্যাশনাল তার গণপরিবহন চালু করতে যাচ্ছে মিশর। এ তথ্য জানিয়েছেন দেশটির ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন দপ্তরের মন্ত্রী সাহার নাসর।
বেসরকারি টিভি চ্যানেল ওএনটিভি-তে প্রচারিত মন্ত্রীর সাক্ষাৎকারে আরো বলা হয়, এটা কেবল মিশরের কায়রো কিংবা গিজাতেই চালু হবে বলে মনে করার কিছু নেই। দেশটির সব প্রদেশেই চালু করা হবে।
এ সংক্রান্ত আইনগত ঝক্কি কাজও সামলে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জাতিসংঘের জেনারেল অ্যাসেমব্লিতে উবার কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কথাও সেরে ফেলেছেন।
সান ফ্রান্সিসকো-ভিত্তিক প্রতিষ্ঠান উবার এখন কায়রো, আলেকজান্দ্রিয়া আর মানসুরাতে কাজ৭ করছে। উত্তরের উপকূলীয় অঞ্চলেও কাজ করে যাচ্ছে তারা।
২০১৬ সালে কায়রোতে যাত্রা শুরু করে উবার।
তখন থেকে প্রায় ৩০ হাজার মানুষ এই সেবার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে নিয়েছে। উবার অ্যাপের ক্রমবর্ধমান বাজার হিসাবে সম্ভাবনাময় করেছে মিশরকে। সূত্র : ঈজিপশিয়ান স্ট্রিট
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন