রোগী জিম্মি, ভুয়া চিকিৎসক
এবার ক্রিসেন্ট হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/03/image-74968-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
অ্যাপোলো ও ইউনাইটেড হাসপাতালের পর এবার রাজধানীর মোহাম্মদপুরের ক্রিসেন্ট হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোগীকে জিম্মি করে টাকা আদায়, ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর অভিযোগে এই জরিমানা করা হয়েছে।
এই ঘটনায় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া হাসপাতালটির লাইসেন্স বাতিল করতে স্বাস্থ্য অধিদপ্তরকে আদেশ দেয়া হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বুধবার দুপুর দুইটা থেকে এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়া রি-এজন্টে এবং অনুমোদনহীন বিদেশি ওষুধ রাখার দায়ে রাজধানীর অভিজাত অ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছিল র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
পরে ২১ মার্চ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে রোগ নির্ণয়ের পরীক্ষা এবং সেলাইয়ের সুতারও মেয়াদ পেরিয়ে যাওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন