এবার পাঞ্জাবি নাচে গেইল (ভিডিও)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/04/5.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ওয়েস্ট ইন্ডিজ সুপারস্টার ক্রিস গেইল মানেই ব্যাট হাতে ঝড় আর সমর্থকদের চিৎকার। তবে মাঠের বাইরে গেইল যেন এক অনন্য ব্যক্তি। বরাবরই মাঠের বাইরের সময়টা উপভোগ করেন তিনি। হাসি-ঠাট্টায় তিনি মাতিয়ে রাখেন পুরো টিমকে।
আসন্ন আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের ডেরায় নাম লেখান গেইল। আর এবার পাঞ্জাবি নাচেই সামনে এলেন এই ‘ব্যাটিং দানব’। নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করেছেন এই আমুদে ক্রিকেটার।
আইপিএলের জমজমাট আসর সামনে রেখে বোটের ওপর গানের তালে পাঞ্জাবের ঐতিহ্যবাহী ‘ভাঙারা’ নাচে ভারতে যাওয়ার জানান দিয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যান।
আইপিএলে গেইলের রেকর্ডের তালিকা বেশ বড়। ১০১ ম্যাচে তার নামের পাশে ৩৬২৬ রান। স্ট্রাইক রেট ১৫১। ২১টি ফিফটির সঙ্গে ৫টি সেঞ্চুরির মালিক সর্বকালের অন্যতম সেরা মারকুটে ওপেনার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে লম্বা সময় কাটিয়ে এবার পাঞ্জাবের জার্সিতে মাঠে নামবেন তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন