এবার বাইকেও মিউজিক সিস্টেম
প্রযুক্তির উন্নতির সাথে সাথে বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রাও। বিশ্ব হয়ে উঠছে আরও সহজ, নান্দনিক ও প্রাণবন্ত।
আর তারই জের ধরে প্রথমবারের মতো বাইকের জন্য বাজারে আসল অ্যাপলের ইফোটেইনমেন্ট। হুন্ডার টুরিং মোটরসাইকেল গোল্ড উইংয়ের ২০১৮ সংস্করণে আপডেট করা হয়েছে এই সেবা।
জানা গেছে, মোটর সাইকেলের সাউন্ড সিস্টেমে কিছু প্রকারভেদ রয়েছে। মোটরসাইকেল আরোহী তার বাইকের হাতলের মাঝখানে সাত ইঞ্চি এলসিডি পর্দায় কারপ্লে’র সকল তথ্য দেখতে পাবেন। এক্ষেত্রে গ্রাহককে ইউএসবি কেবল দিয়ে আইফোন যুক্ত করে এর সঙ্গে ব্লুটুথ হেডফোন সংযোগ করতে হবে। তবে গ্রাহক চাইলে হেলম্যাটের বিল্টইন হেডফোনও এতে ব্যবহার করতে পারবেন।
সাত ইঞ্চি পর্দাটি টাচস্ক্রিন না হওয়ায় স্পর্শ করে হুন্ডার এই কারপ্লে নিয়ন্ত্রণ করা যাবে না। এর পরিবর্তে হ্যান্ডলবার বা ট্যাংকের ওপর থাকা দিক নির্দেশনাকারী প্যাড দিয়ে এটি নিয়ন্ত্রণ করতে হবে।
শুধু হুন্ডাই নয়, ইতিমধ্যে ৫০টি বাইক নির্মাণ সংস্থার সঙ্গে এই সাউন্ড সিস্টেম বসানোর বিষয়ে চুক্তি হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন