এবার বাসচালকের অবহেলায় হাত হারালো শিশু
বগুড়া এবার বাসচালকের বেপরোয়া গতির কাছে হাত হারালো সুমি নামে ৮ বছরের এক শিশু। বর্তমানে ওই শিশু হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। ইতিমধ্যে দুর্ঘটনায় তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (২২ এপ্রিল) দুপুরে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বগুড়া শেরপুর উপজেলার ফুলতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফুলতলা এলাকার হতদরিদ্র দুলালের মেয়ে সুমি রোববার দুপুরে তার বাড়ির সামনের শেরপুর –নন্দিগ্রাম আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে ছিল। এর এক পর্যায়ে সে রাস্তা পারাপারের চেষ্টা করে। এ সময় একটি বেপরোয়া গতির বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের ধাক্কায় শিশু সুমি মারাত্বকভাবে আহত হয় ।
পরে রক্তাক্ত সুমিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রথমেই তার বাঁ হাতটি শরীর থেকে বাদ দেয়া হয় । পরে তার অন্য হাতসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক অস্ত্রোপচার হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধিন সুমির অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন শিশু সুমির হতদরিদ্র পরিবারের পক্ষে শিশুটির ন্যুনতম খরচ বহন করার মত কোনো সামর্থ নাই ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন