এবার বিমানবন্দরে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ হোসেনকে শাহজালাল বিমানবন্দরে অস্ত্রসহ আটক করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)।
সোমবার বিকেলে তাকে আটক করা হয়। ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অভিযোগে মেহেদী মাসুদ হোসেনকে আটক করা হয় বলে জানা যায়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চট্টগ্রামে খেলনা পিস্তল দিয়ে বিমান ছিনতাই চেষ্টার ঘটনার রহস্য জানার আগেই নায়ক ইলিয়াস কাঞ্চনের আসল পিস্তল নিয়ে শাহজালাল বিমান বন্দরে প্রবেশের ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছিল।
পরবর্তীতে আবারো শাহজালালে অস্ত্র নিয়ে প্রবেশ করেন মামুন আলী নামে এক যাত্রী। তিনি নিজেকে জাতীয় মানবাধিকার কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















