এবার রাতেও চলবে না দূরপাল্লার বাস : মালিক সমিতি
নিরাপত্তারহীনতার কারণে শনিবার রাত থেকে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার বিকালে এ সিদ্ধান্তের কথা জানায় তারা।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েতউল্লাহর দাবি শনিবার পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় শ্রমিক ও মালিকদের মিলিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ (শনিবার) থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে রাজধানীতে বাসচাপায় কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ, যানবাহন ও চালকের লাইসেন্স পরীক্ষার কারণে সারা দেশের সব পথে আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সারা দেশের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তবে শুক্রবার পর্যন্ত দিনে পরিবহন সীমিত বা বন্ধ থাকলেও রাতে দুরপাল্লার যানবাহন চলাচল করেছে। কিন্তু এ ঘোষণার মধ্যদিয়ে শনিবার থেকে রাতেও দূরপাল্লার পরিবহন বন্ধ থাকবে।
উল্লেখ্য, রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা হাসপাতালের পাশে ফুটপাতে বাসচাপায় ২৯ জুলাই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। আহত হন বেশ কয়েকজন। তাৎক্ষণিক প্রতিবাদে রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা। তারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এরপর ঘাতক জাবালে নূর বাসের চালকের ফাঁসি এবং নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে টানা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছে রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা। এতে রাজধানী কার্যত অচল হয়ে পড়ে। একাধিক স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন