এবার সৌদি পণ্য বর্জন করলো কাতারীরা
সৌদি নেতৃত্বাধীন ৫ দেশ কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর থেকে নিরবেই ছিলেন কাতারের নাগরিকরা। অবস্থা যখন কোনো পরিবর্তন হচ্ছে না তখন দেশটির নাগরিকরা এবার সৌদি আরবের পণ্য কেনা বন্ধ করার ঘোষণা দিলো। সৌদির পরিবর্তে তারা তুরস্ক বা ইরান থেকে আমদানি করা পণ্য কিনছেন।
চলতি মাসের শুরুতে সৌদি ও তার সহযোগীরা কাতারের সাথে সম্পর্ক ছিন্ন ও স্থল, নৌ এবং আকাশ পথে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর থেকে ইরান ও তুরস্ক কাতারের সুপারশপে তাদের পণ্যে ভরপুর করে রাখার চেষ্টা করছে।
বর্তমানে কাতারের অনেক নাগরিক কোন পণ্য কিনতে গেলে সেটা সৌদি আরবের কিনা তা নিশ্চিত হয়ে নিচ্ছেন।
কাতারের রাজধানী দোহায় বসবাসরত সাইদ ফাহা জসিম আল তামেনি বলেন, ‘আমি তাদের (সৌদি) কোন পণ্য কিনতে চাই না। অনেক শপিং সেন্টারও সৌদির পণ্য বয়কট করছে।’
সৌদি মালিকানাধীন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সুপারশপ আল মীরা গ্রোসারির বিক্রয় কর্মী রনজিত কুমার পুলামি বলেন, যখন কেউ কোন পণ্য কিনতে আসছে তখন সে জিজ্ঞেস করছে এটি কোন দেশের। যদি বলা হয় সৌদি আরবের তাহলে সে পণ্যটি গ্রহণ করছে না।’ সূত্র: আল জাজিরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন