এরশাদের শয্যাপাশে আন্দালিভ পার্থ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/07/imgonline-com-ua-resize-RbgaHER9QJI9H.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান (বিজেপি) আন্দালিভ রহমান পার্থ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দেখতে গিয়েছেন। এ সময় অসুস্থ এরশাদের সুস্থতার জন্য তিনি দোয়া কামনা করেন।
পার্থ শুক্রবার রাত ৮টার দিকে সিএমএইচে গিয়ে সেখানে ৪০ মিনিট অবস্থান করেন।
এরশাদকে দেখে আসার পর আন্দালিভ রহমান পার্থ বলেন, বাংলাদেশের উন্নয়নে হুসেইন মুহম্মদ এরশাদের ব্যাপক ভূমিকা রয়েছে। ওনার শাসনামলে আমার বাবা এলজিআরডিমন্ত্রী ও ঢাকার মেয়র ছিলেন। এ কারণে সমগ্র বাংলাদেশের উন্নয়নের সঙ্গে ভোলার ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে।
বাবা নাজিউর রহমান মঞ্জুর রাজনীতির পেছনে এরশাদের অবদান রয়েছে উল্লেখ করে পার্থ বলেন, আমার বাবার রাজনীতির ওপর ভিত্তি করে আমাদের পরিবারের রাজনীতিতে আসা। এরশাদের এ অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন