এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধি জনগনের সাথে তামাশা : বাংলাদেশ ন্যাপ
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের মূল্য আবারও বৃদ্ধি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া এক যুক্ত বিবৃতিতে বলেন, প্রতিনিয়ত এলপিজি ও অটোগ্যাসের এই মূল্যবৃদ্ধি জনগনের সাথে চরম তামাশা ছাড়া আর কিছুই নয়।
শুক্রবার (৪ ফেব্রæয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এ মন্তব্য করেন।
তারা বলেন, এভাবে দফায় দফায় একে একে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি জনগনের জন্য অনেক ভোগান্তির সৃষ্টি করবে। এলপিজি’র মূল্যবৃদ্ধি হওয়ায় মধ্যবিত্তের মানুষ চরম বিপাকে পড়বে। মূল্যবৃদ্ধির এ সংবাদ মধ্যবিত্তের জন্য স্বস্তির নয়। ব্যবসায়ীদের চাপে এলপিজি ও অটোগ্যাসের মূল্য বৃদ্ধি অযৌক্তিক।
নেতৃদ্বয় বলেন, সারা বছর সাশ্রয়ী ও নির্ধারিত মূল্যে নিরাপদ সিলিন্ডার মানুষের কাছে পৌঁছাতে বিদেশ থেকে এলপিজি আমদানি ও ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল থেকে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা যাবে না। এজন্য দেশের স্থল এবং সমুদ্রভাগের গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করতে হবে। সরকারি উদ্যোগে সিলিন্ডার গ্যাস উৎপাদন ও সরবরাহ করাতে হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গ্যাস এর মত নিত্যপ্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ জ্বালানির দফায় দফায় মূল্যবৃদ্ধির পূর্বে, এগুলো নিয়ে যথাযথ চিন্তা ও জনগনের স্বার্থের বিষয়টি মাথায় রেখে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কেননা, এর উপর জনজীবন সহ, শিল্প কলকারখানা ও যোগাযোগ এর মত সেবাখাত পুরোপুরি নির্ভরশীল। যা সার্বিক পরিস্থিতির অবনতি সৃষ্টি করতে পারে ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন