ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে রাজি আওয়ামী লীগ

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে সম্মত হয়েছে আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপের সময় শিগগিরই জানানো হবে।

সোমবার (২৯ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. কামাল হোসেনের চিঠির প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপ করেন। সেই অনির্ধারিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। পার্টির সুপ্রিমো শেখ হাসিনার পক্ষ থেকে বলতে চাই, শেখ হাসিনার দরজা কারও জন্য বন্ধ থাকে না। সবার জন্য খোলা। আমরা ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে সংলাপে বসবো।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো পূর্ব-শর্ত দেবো না। আমরা কারও চাপের মুখে নতি স্বীকার করবো না।’

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য সম্বলিত চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেওয়া হয়।