ওজন কমানোর জন্য মরিয়া নারীর করুণ পরিণতি
ওজন কমাতে গিয়ে অনেকেই নানা পদ্ধতির সাহায্য নেন। কিন্তু তার পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে, তার প্রমাণ পাওয়া গেল ভারতের চেন্নাইতে।
ওজন কমানোর অস্ত্রোপচারের কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়েছে এক নারীর।
একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, মৃত সেই নারীর নাম ভালারমতী। ৪৫ বছর বয়সি ওই নারীর ওজন প্রায় দেড়শো কেজির কাছাকাছি ছিল বলে জানা গেছে।
ভালারমতীর মতো তার বোনেদেরও অতিরিক্ত ওজনের সমস্যা ছিল। কিন্তু অস্ত্রোপচারের পরে তারা সুস্থ হয়ে গিয়েছিলেন। তাদের দেখাদেখিই ভালারমতীও চেন্নাইয়ের ওই চিকিৎসাকেন্দ্রে গিয়েছিলেন। কিন্তু শুক্রবার অস্ত্রোপচারের কয়েকঘণ্টার মধ্যেই মৃত্যু হয় তার।
তবে চিকিৎসকদের গাফিলতিতেই ভালারমতীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বামী এবং আত্মীয়রা। পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে। চিকিৎসকদের অবশ্য দাবি, গাফিলতি নয়, বরং শারীরিক কিছু জটিলতার জন্যই মারা গিয়েছেন ভালারমতী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন