ওমরাহ করতে যাওয়ার পথে বাংলাদেশির মৃত্যু
ওমরাহ পালন করতে যাওয়ার সময় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নূর নবী। বৃহস্পতিবার মারা যান তিনি।
গত দুই দিন ধরে তার খোঁজ পাচ্ছিলেন স্বজনরা। নূর নবীর গ্রামের বাড়ি ফেনী জেলায়। হোসেন বালির একমাত্র ছেলে তিনি।
উল্লেখ্য, গত আট বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন নূর নবী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন