ওয়ার্নের কুকীর্তি ফাঁস করলেন সুন্দরী মডেল
মাঠে ছিলেন তিনি চ্যাম্পিয়ন। বিতর্ক তাঁর সঙ্গে হাত ধরাধরি করে চলত। তিনি অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। যার সেক্স স্ক্যান্ডালের শেষ নেই। মাঠে যেমন টপাটপ উইকেট তুলে নিতেন তেমনি নারীদের সঙ্গ পেতেও তাঁর জুড়ি মেলা ভার। ওয়ার্নের বহু কুকীর্তির আরেকটি ফাঁস করে দিলেন ২৪ বছরের সুন্দরী মডেল সিমোনে টুন এলিজাবেথ।
এই মডেলের কাছে ওয়ার্ন একটা বার্তা পাঠিয়েছিলেন। তিনি তাঁকে অশ্লীল ভাষায় লিখেছিলেন,‘আমি এখন ভাবছি যে, সম্পূর্ণ নগ্ন হয়ে বিছানায় শুয়ে আছি৷ আমার দুটি চোখ বাঁধা আছে৷ হাত দুটিও বিছানার সঙ্গে বেঁধে দিয়েছ৷ এরপর তুমি আমার শরীরের ওপর উঠে টিজ করছ৷’
গোপন কথাটি আর গোপন থাকল না৷ এই বার্তাসহ ওয়ার্নের নতুন কুর্কীতি ফাঁস করেছেন এলিজাবেথ৷ ওয়ার্নের নারী কেলেঙ্কারীর কথা কারো অজানা নয়। একজনকে ধরেন, পুরোনো হয়ে গেলে অন্য নারীকে ধরেন।এধাকিক ডেটিং সাইটে ভিন্ন নামে বিরাজমান ওয়ার্ন৷ ঠিক সেরকমই একটা সাইট রিচসুগারড্যাডিসউটকম-এও ‘ব্র্যাড টোয়েন্টিথ্রি’ নামে রয়েছেন ওয়ার্ন৷ এখানেই পরিচয় হয় এলিজাবেথের সঙ্গে৷ সুন্দরীদের সঙ্গে আলাপের পর তাঁকে বিছানায় আনতে বেশি সময় লাগে না স্পিনের জাদুকরের৷
ট্র্যাডিশন মেনেই এলিজাবেথের উইকেটটাও ছিটকে দিয়েছেন ওয়ার্ন৷ লর্ডস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি বাড়িতেই ওয়ার্ন-এলিজাবেথের দ্বৈরথ জমে উঠেছিল৷ গোপন-গোপন খেলা চলেছিল দীর্ঘকাল ধরে৷’ এলিজাবেথ বলছেন,‘ আলাপের পর থেকেই শেন আমাকে ঘনিষ্ঠ হতে বলত৷ ওর সঙ্গে দেখা হওয়ার দশ মিনিটের মধ্যেই ও আমাকে বিছানায় নিয়ে যায়৷’
ওয়ার্ন শুধু যৌন সঙ্গমেই শান্তি পাননি৷ এলিজাবেথের দাবি ৭০৮টি উইকেটের মালিক তাঁকে যৌনাঙ্গের ছবিও চ্যাটে পাঠিয়েছিলেন৷ এখানেই শেষ নয়, ওয়ার্নের মনে গোপন বাসনা ছিল এলিজাবেথের সঙ্গে থ্রিসাম করারও৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন