ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের শেষ ম্যাচে সম্ভাব্য একাদশ
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে।
দ্বিতীয় ওয়ানডেতে জয়ের পর অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, সিরিজের শেষ ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকা ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া হবে। যাতে করে সাইড বেঞ্চের শক্তি পরখ করা যায়।
তামিম ইকবালের কথায় স্পষ্ট শেষ ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড রান করে জাতীয় দলে ফেরা ওপেনার এনামুল হক বিজয়।
সিরিজের প্রথম ম্যাচে খেললেও দ্বিতীয় ম্যাচে বাদ পড়েন দেশের অন্যতম তারকা পেসার তাসকিন আহমেদ। তৃতীয় ম্যাচে তাকে খেলানো হতে পারে। শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন পেসার এবাদত হোসেনও।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন