কংগ্রেসে প্রথম মুসলিম নারী হওয়ার স্বপ্ন ফাইরুজের
যুক্তরাষ্ট্রের মিশিগানের রিপাবলিকান দলের প্রতিনিধি ডেভ ট্রোট’কে হারিয়ে সেই আসনে নির্বাচিত হতে চান লেবানন বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ফাইরুজ সাদ। নির্বাচনে যদি ফাইরুজ সাদ জয়ী হন, তাহলে তিনিই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম কোনো মুসলিম নারী।
নির্বাচনকে সামনে রেখে ফাইরুজ সাদ জানান, তিনি মনোযোগ দেবেন নিজস্ব নীতিতে, প্রস্তাবে এবং তার মর্যাদায়। ট্রাম্প বিরোধী কোন প্রচারণা চালাতে চান না তিনি। ফাইরুজ আরও বলেন, তাকে অনেক কিছু করতে হবে, অনেক পরিবর্তন করতে হবে। এ জন্যই তিনি ট্রাম্পের এজেন্ডার বিরুদ্ধে লড়াই করতে চান। যদি নির্বাচিত হন, তাহলে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ‘প্রথম’ ধারণার সঙ্গে একমত হবেন। সেটা হলো সংখ্যালঘু সম্প্রদায় থেকে নির্বাচিত প্রথম সদস্য, যে তার সম্প্রদায়ের জন্য রাজনীতির সীমা ভেদ করতে পারেন। ওবামার সঙ্গে তিনি একই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পোষণ করেন।
উল্লেখ্য, লেবানন বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ফাইরুজ সাদ। তার পিতামাতা লেবানিজ। ফাইরুজ বাস করেন মিশিগানের ডিয়ারবর্ন শহরে। তিনি এক অভিবাসী মুসলিম দম্পতির মেয়ে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন