কক্সবাজারে দুর্বৃত্তের আগুনে পুড়ল অটোরিকশা-মুদি দোকান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/567289.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নাথ পাড়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পৃথক স্থানে একটি সিএনজি অটোরিকশা ও মুদির দোকান পুড়ে গেছে।স্থানীয় ইউপি সদস্য ইলিয়াছ আহমেদ জানান, ভোররাত তিনটার দিকে হারবাং ইউনিয়নের নাথ পাড়ার পরিতোষ নাথ এর বাড়ির উঠানে রাখা একটি সিএনজি অটো রিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা।
বাড়ির লোকজন প্রাকৃতিক কাজ সারতে বাড়ি থেকে বের হলে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পায়। পরে চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
এদিকে সকাল ৬টার দিকে কাজল নাথের মালিকানাধীন মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন