কঠিন পরিস্থিতি ভারতে, একদিনে চার হাজারের বেশি মৃত্যু

মহামারি করোনায় ভারতে আবারও মৃত্যুর রেকর্ড হয়েছে। প্রথমবারের মতো একদিনে মৃতের সংখ্যা চার হাজার ছাড়াল। গেল ২৪ ঘণ্টায় মারা গেছে চার হাজার ১৯৪ জন।

এ নিয়ে দেশটিতে দুই লাখ ৩৮ হাজার ২৬৫ জন মারা গেছে। ভারতে মোট শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ১৮ লাখ। একদিনে শনাক্ত চার লাখের বেশি।

ভারতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৮৫ জন এবং আক্রান্ত অবস্থায় রয়েছে ৩৭ লাখ ৩১ হাজার ২৬১ জন। সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ।

ভারতের কর্নাটকে সংক্রমণ বাড়ায় সোমবার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার একদিনেই প্রায় ৫০ হাজার করোনা শনাক্ত হওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক রাজ্য কর্তৃপক্ষ। অক্সিজেন সংকটের জেরে সুপ্রিম কোর্টের করা মামলায় হেরে গেছে কর্নাটকের রাজ্যের সরকার। উচ্চ আদালত, রাজ্যে মেডিক্যাল অক্সিজেন বাড়াতে কেন্দ্রকে আদেশ দিয়েছিলেন।

এদিকে রাজধানী দিল্লিতে প্রতিদিন সাতশ’ মেট্রিকটন অক্সিজেন সরবরাহ করতে কেন্দ্রকে আদেশ দিয়েছে উচ্চ আদালত। ভারতের পার্শ্ববর্তী দেশ নেপালে মোট মৃত্যু তিন হাজার পাঁচশ ছাড়িয়েছে। একদিনে মারা গেছে অর্ধশত মানুষ। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত তিন লাখ ৭৭ হাজারের বেশি।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ। সারাবিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ আট হাজার ৫৯৮ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৮২৬ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৯৪ হাজার ৯১১ জন।