কথাসাহিত্যিক শহীদুল ইসলামের ভ্রমণ কাহিনি “টাঙ্গুয়া থেকে বিরিশিরি” মোড়ক উন্মোচন
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে বইমেলার বঙ্গবন্ধু চত্বরে ৩০০ নং পেন্সিল প্রকাশনীর স্টলের সামনে কথাসাহিত্যিক শহীদুল ইসলামের ভ্রমণ কাহিনি “টাঙ্গুয়া থেকে বিরিশিরি” বইখানার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মোড়ক উন্মোচন করেছেন বাংলা একাডেমিসহ অসংখ্য সাহিত্য পুরস্কারে ভূষিত জনপ্রিয় কথাসাহিত্যিক এবং বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মোহিত কামাল।
অনুষ্ঠান স্থলে লেখকের অসংখ্য ভক্ত অনুরাগী এবং পেন্সিলর সদস্যগন উপস্থিত ছিলেন।
টাঙ্গুয়া থেকে বিরিশিরি লেখকের প্রকাশিত সপ্তম গ্রন্থ। বাংলাদেশের সাতটি দর্শনীয় স্থান সপরিবারে এবং সদলবলে ভ্রমণ করার সময় লেখক যেসব রোমাঞ্চকর এবং হৃদয় আন্দোলিত করার মতো ঘটনার মুখোমুখি হয়েছেন সে-সব তিনি গল্পাকারে তুলে ধরেছেন এ বইখানিতে।
তাই এটাকে পুরোপুরি ভ্রমণ কাহিনি না বলে ভ্রমণের গল্প বলা-ই অধিকতর যৌক্তিক। বইটি প্রকাশ করেছে পেন্সিল পাবলিকেশন্স এবং এর মুদ্রিত মূল্য তিন শত টাকা। মেলা চলাকালীন পেন্সিল স্টলে ২৫% ছাড়ে বইটি পাওয়া যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন