কথা সাহিত্যিক শওকত আলী আর নেই
বাংলা ভাষার অসামান্য প্রতিভাধর কথা সাহিত্যিক শওকত আলী আর নেই। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আসিফ শওকত কল্লোল।
তার লাশ এখনও বিএসএমইউ-তে আছে।
১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৩ সালে ‘পিঙ্গল আকাশ’ উপন্যাস রচনার মধ্য দিয়ে বাংলা কথা সাহিত্যে এই শক্তিমান লেখকের আবির্ভাব ঘটে।
১৯৬৮ সালে প্রথম গল্পগ্রন্থ প্রকাশের পর তিনি সেটির জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘যাত্রা’র জন্য তিনি ১৯৭৭ সালে হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার এবং ১৯৮৬ সালে ত্রয়ী উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’, ‘কূলায় কালস্রোত’ ও ‘পূর্বরাত্রি পূর্বদিন’ উপন্যাসের জন্য ফিলিপস সাহিত্য পুরস্কার পান।
রাষ্ট্রীয় একুশে পদক পান ১৯৯০ সালে। এ ছাড়া তিনি অজিত গুহ স্মৃতি সাহিত্য পুরস্কার ও আলাওল পুরস্কার পেয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন