কমলগঞ্জের রামেশ্বরপুরে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠান আগামীকাল
আবদুল হাই ইদ্রিছী : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর সার্জন বাড়িতে সাবেক সিভিল সার্জন ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (অবঃ) উপ-পরিচালক ডা. শফিক উদ্দিন আহমেদ এর আয়োজনে এবং বিএনএসবি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজার ও নিঃস সহায় সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে ফ্রি চক্ষু শিবির।
আগামীকাল শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টা হতে ১টা পর্যন্ত উক্ত চক্ষু শিবিরে অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা বিনামূল্যে চোখে ছানী পড়া রোগীদের বাছাই করা হবে এবং চোখের অন্যান্য সমস্যা থাকলে তার চিকিৎসা ও ঔষধ প্রদান করা হবে।
চক্ষু শিবিরে উপস্থিত রোগীদের মধ্যে চোখে ছানী পড়া সমস্যা থাকলে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে তাদের বিনামূল্যে অপারেশনের মাধ্যমে চোখে লেন্স সংযোজন করে দেয়া হবে। মনে রাখতে হবে, প্রত্যেক রোগীকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এবং অপারেশনযোগ্য রোগীদের মৌলভীবাজার চক্ষু হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসতে হবে।
প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৩৭-০৮৬৬৬০, ০১৭২৫-৫৮৩০৪৫, ০১৭১১-৪৬৮৬৪৬ মোবাইল নাম্বারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন