কমলগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

.আবদুল হাই ইদ্রিছী: মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোরকন্ঠ পাঠক ফোরামের উদ্যোগে ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) কমলগঞ্জের দুইটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় ও শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ কেন্দ্রে কিশোরকন্ঠ পাঠক ফোরামের কমলগঞ্জ শাখার পরিচালক তানভীর রায়হান ওয়াসিম ও শমশেরনগর শাখার পরিচালক তামিম আহমদ -এর তত্ত্বাবধানে সকাল ৯.৩০ঘটিকা থেকে ১২.৩০ঘটিকা পর্যন্ত এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণির প্রায় এগারোশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কেন্দ্রে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা এ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এধরণের আয়োজন আরো বেশি বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।

মেধা বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কিশোরকন্ঠ পাঠক ফোরামের কমলগঞ্জ উপজেলার প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ মো. মাসুক মিয়া, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলার সাবেক চেয়ারম্যান এড. মো. কামরুল ইসলাম, সুজা মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ মো. মানিক উদ্দিন, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দীন আহমদ, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের জেলা উপদেষ্টা হাফেজ দেলওয়ার হুসাইন ও তারেক রহমান, সুজা মেমোরিয়াল কলেজের অধ্যাপক মো. আব্দুল আহাদ, সুজা মেমোরিয়াল কলেজের গর্ভনিং বডির সদস্য সাকিবুর রহমান, মাসিক শব্দচর সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী, ডা. আবু সাঈদ, এড, আসাদুল্লাহ মেশকাত, মো. আব্দুল হাই, এবাদুর রহমান প্রমুখ।

কেন্দ্র পরিদর্শন শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ও লালনে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদানসহ ছাত্রকল্যাণমূলক কাজের মাধ্যমে কিশোরকণ্ঠ শিক্ষার্থীদের মানবকল্যাণ মূলক কাজে উৎসাহিত করছে। আমরা আশা করছি কিশোরকন্ঠ পাঠক ফোরাম তাদের একর্মসূচী অব্যাহত রাখবে।