কমলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
আবদুল হাই ইদ্রিছী : দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে যুব উন্নয়নের বিভিন্ন কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ভূইয়া। উপস্থিত যুবক ও যুবতীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নিরঞ্জন দেব, উদ্যোক্তা সুমন আহমেদ ও তানিয়া আক্তার প্রমূখ।
আলোচনাসভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে সফলতার সাথে উত্তীর্ণদের মাঝে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন সহ অতিথিরা। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন