করোনায় মৃত্যু কমেছে ভারতে
১৮ হাজারের ঘরেই থাকল ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। এ নিয়ে পর পর তিন দিন ২০ হাজারের নিচেই আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৩২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ৬০৭ জন।
আক্রান্ত কম থাকার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশটিতে কমেছে কোভিডে মৃতের সংখ্যা। ছয়দিন পর দৈনিক মৃত্যু ২০০ এর নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস প্রাণ কেড়েছে ১৯৩ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, পুরো অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৭৮২ জনের।
আক্রান্তের সংখ্যা কম থাকায় দেশটিতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে সাড়ে তিন হাজারেরও বেশি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩৪৭ জন।
এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (১১ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত কিছুটা বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৭১ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৫০ হাজার ৬৭২ জন।
এর আগে রোববার (১০ অক্টোবর) বিশ্বে মৃত্যু হয়েছিল ৫ হাজার ৫০৬ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৫৪৬ জন।
এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৬৬ হাজার ৯৯৯ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৮৬ লাখ ৩১ হাজার ১৬৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৫৭ লাখ ৯১ হাজার ৩১০ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন