কর ফাঁকির অভিযোগে মামলা বাইডেনের ছেলের বিরুদ্ধে
ফের ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। এবার তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে তার বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। হান্টারের বিরুদ্ধে করা এই মামলায় নয়টি অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, তিনি ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে বিলাসী জীবন-যাপন করার পেছনে লাখ লাখ ডলার খরচ করেছেন। এই সময় তিনি ১৪ লাখ ডলার কর পরিশোধে ব্যর্থ হয়েছেন।
কর ফাঁকির এই মামলায় দোষী সাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ ১৭ বছর কারাদণ্ড হতে পারে।মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, হান্টারের কর ফাঁকির ঘটনায় তদন্ত চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন