কলাপাড়ায় স্কুলছাত্রী অপহরণের দায়ে ৭ মামলার আসামী গ্রেফতার
কলাপাড়ার মহিপুরে নবম শ্রেনীর এক শিক্ষার্থীকে অপহরনের দায়ে ইমরান বয়াতী (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুওে কুয়াকাটা পৌর শহরের হুইচান পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ইমরানকে প্রধান আসামী করে তিন জনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ইমরান ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু ওই শিক্ষার্থী তার প্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার শেষ বিকালে কমরপুর নামের গ্রাম থেকে তাকে অপহরন করে নিয়ে যায়। পরে সোমবার ভোর রাতে পুলিশ ওই শিক্ষার্থীকে হুইচান পাড়া থেকে উদ্ধার করে এবং পরে ইমরানকে গ্রেফতার করে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ইমরানের নামে মাদক ও অপহরনসহ মহিপুর থানায় সাতটি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন