কলারোয়া সুলতানপুর সীমান্ত ব্যাবস্থপনা বিষয়ে বিজিবির সীমান্তবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর সীমান্ত ব্যবস্থাপনা বিষয় যেমন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি, পণ্য সামগ্রী, গবাদিপশু চোরাচালান এবং মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) ১১টা থেকে সাড়ে ১২ টার পর্যন্ত ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে হিজলদী বিওপির অধীনস্থ সুলতানপুর সীমান্তের এক নম্বর পোস্ট এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চন্দনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন ।বীর মুক্তিযোদ্ধা, সুলতানপুর ওয়ার্ডের ইউপি সদস্য, সাংবাদিক সহজ অসংখ্য নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
সদস্য আনারুল ইসলাম, এলাকাবাসী মিজানুর রহমান, হাফিজুল ইসলাম, কুদ্দুস মোল্ল্য,আলফাজ সহজ অসংখ্য নারী পুরুষ অংশগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা ইমাম মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৩৩বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মোঃ মাসুদ রানা।
আরো বক্তব্য রাখেন,মাদরা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন, হিজলদী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সেলিম হাওলাদার, হিজলদী স্পেশাল টল কমান্ডার নায়েক বিএম শরীফ,
চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন, ইউপি সদস্য হুমায়ুন কবির, সাংবাদিক এস এম ফারুক হোসেন, সুলতান পুর ওয়ার্ড এর ইউ পি সদস্য হুমায়ুন কবির,সহ আরও অনেকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন