কলারোয়ায় ষষ্ঠীপুজার মধ্যদিয়ে শুরু শারদীয়া দুর্গা পুজা
মহা ষষ্ঠীপুজার মধ্যদিয়ে সাতক্ষীরার কলারোয়ায় শুরু হলো শারদীয়া দুর্গা পুজা।
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে মহা ষষ্ঠীপুজার মধ্য দিয়ে দুর্গা মায়ের আগমন ঘটলো। সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপুজার আনুষ্ঠানিক ভাবে শুরু হলো সোমবার থেকে।
মন্ডপে মন্ডপে চলছে পুজার আর্চনা। এদিন পুজা আর্চনার মধ্য দিয়ে পুরোহিত দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রন করেন। ভক্তদের প্রত্যাশা দেবী দুর্গা মর্তে এসে সকল ভক্তদের মনবাসনা পূর্ণ করবেন।
উপজেলার জয়নগর দক্ষিনপাড়া তরুন সংঘ সার্বজনীন পুজা মন্দিরের পুরোহিত তারক চক্রবর্তী জানান, ‘তিনি দেবী দুর্গা মায়ের কাছে প্রার্থনা রেখেছেন, সারাবিশ্বের করোনা নামক ব্যাধি থেকে মানুষের মুক্তি জন্য, সেই সাথে সকল জীবের মঙ্গল কামনা করেছেন দেবীর কাছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন