কলারোয়ায় স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা কাল
কামরুল হাসান, (কলারোয়া) সাতক্ষীরা : কলারোয়ার হেলাতলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের শুভ বিজয়ার পরের দিন আগামিকাল শনিবার বেলা ১১টায় উপজেলার হেলাতলা পূজামন্ডপ চত্বরে এ কর্মসূচি পালন করা হবে।
কলারোয়ার ‘নবজীবন স্বেচ্ছায় রক্তদান সংস্থা’র সার্বিক সহযোগিতায় ব্যতিক্রমী এ মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হেলাতলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অর্চ্যুত কুমার বোস ও সাধারণ সম্পাদক সুশান্ত কুমারগণ বলেন, শুভ বিজয়ার পরদিন এমন একটি সেবামূলক কাজের আয়োজন করতে পারায় আমরা খুশি। আর এ কাজে সহযোগিতা করার জন্য কলারোয়ার ‘নবজীবন স্বেচ্ছায় রক্তদান সংস্থা’র প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তাঁরা।
এদিকে, এই প্রথম্বারের মতো শারদীয় দুর্গোৎসবকে আরো স্মরণীয় এবং সবার উপরে মানুষ সত্য-এ কালজয়ী বাণীকে অমর করতে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কর্মসূচির প্রধান উদ্যোক্তা স্বর্গীয় চিত্তরঞ্জন সেনের বড় ছেলে বাবু উমা শংকর সেন (বাবু)।
তিনি আরো বলেন, এখন থেকে প্রতি বছর এ কর্মসূচিটি পালন করা হবে। যেখানে হিন্দু-মুসলিম সবাই মিলে এ সেবামূলক কার্যক্রমটি সফল ভাবে চালিয়ে যাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন