কাতারে প্রতিদিন ১১শ’ টন খাদ্য পাঠাচ্ছে ইরান
কাতার সংকটে প্রথম থেকেই দেশটির পাশে দাড়িঁয়েছে ইরান। আর তারই ধারাবাহিকতায় কাতারে প্রতিদিন ১১শ’ টন খাদ্য পাঠাচ্ছে দেশটি। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের বন্দর কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মাদ মেহেদি বোনচারি এ তথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে তিনি জানান, দায়ের, বোলখেইর ও জেনাভে বন্দরের মাধ্যমে এসব খাদ্য কাতারে রপ্তানি করা হচ্ছে। মেহেদি বোনচারি আরো জানান, কাতারের সঙ্গে বুশেহর প্রদেশের ঐতিহাসিক বাণিজ্য সম্পর্ক ছিল আর সেই সম্পর্ককে ব্যবহার করে সৌদি নেতৃত্বাধীন অবরোধের দিনগুলোতে কাতারে খাদ্য পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ আগে প্রতিবেশী সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর ছাড়াও আরো কয়েকটি দেশ ‘সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার’ অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেই সাথে অবরোধ আরোপ করা হয় স্থল, সমুদ্র ও আকাশপথের পথেও। এ অবস্থায় ব্যাপক খাদ্য সংকটে পড়ে উপসাগরীয় রাষ্ট্র কাতার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন