কানাডায় তীব্র গরমে ১৭ জনের মৃত্যু
কানাডায় তীব্র গরমে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছে দেশটির মন্ট্রিল শহরে ১২ ও কুইবেক প্রদেশের ইস্টার্ন টাউনশিপে ৫ জন।
বুধবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কানাডার জনস্বাস্থ্য পরিচালক মেলিন ড্রয়িন জানান, ‘তাপদাহে পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী মন্ট্রিয়েলে ১২ জনের মৃত্যু হয়েছে’।
দেশটির আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, কানাডার পূর্বাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌছেছে। বাতাসের আর্দ্রতার কারণে তাপমাত্রা বেড়ে আরো অনুভূত হচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রার এ অবস্থা আরো দুই তিনদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। কুইবেকের আশেপাশের শহর গুলোতে জনগণকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।
এদিকে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রয়টার্স জানায়, সরকারি স্বাস্থ্য তথ্য কেন্দ্রগুলোতে দাবদাহ সংক্রান্ত কল ও অ্যাম্বুলেন্সের জন্য ঘন ঘন কল আসছে। ফলে কর্তৃপক্ষ দাবদাহের মাত্রাকে ভয়াবহ বলে চিহ্নিত করেছে।
বুধবার এক বিবৃতিতে জরুরি বিভাগ জানায়, তারা প্রতিদিন গরম সংক্রান্ত ১২শ’রও বেশি কল পাচ্ছে। কলের এ সংখ্যা সবচেয়ে ব্যস্ত দিনের তুলনায় ৩০ শতাংশ বেশি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন