কানাডায় তীব্র তাপদাহে নিহত ৩৩
কানাডায় তীব্র তাপদাহে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ খবর দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। কানাডার কুইবেক প্রদেশের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড খরা দেখা দেওয়ায় এসব লোকের মৃত্যু হয়েছে।
খবরে বলা হয়েছে, গত শুক্রবার থেকে ওই অঞ্চলে তাপদাহ শুরু হয় এবং তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। সেইসঙ্গে রয়েছে উচ্চ আদ্রতা। চলতি সপ্তাহে প্রতিদিনই মৃতের সংখ্যা বেড়েছে এবং নিহতদের বয়স ৫০ থেকে ৮০ বছরের মধ্যে।
কর্মকর্তারা বলছেন, গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বেশি তাপমাত্রা। স্থানীয়দের প্রচুর পানি পান ও ছায়ায় থাকার পরামর্শ দিচ্ছেন তারা।
মনট্রিলের মেয়র ভ্যালেরি প্লান্টি বলেছেন, আমরা আমাদের সামর্থ্যের সব কিছু করছি। শহরের জলাশয় এবং শীততাপ যন্ত্র সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ৩৩ জনের মধ্যে ১৮ জনই মারা গেছে মনট্রিলে। এটি প্রদেশের সবচেয়ে জনবহুল শহর। বাকিরা আশপাশের এলাকায় মারা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন