কাবুলে সেনাঘাঁটিতে তালেবান হামলা, নিহত ১২৬

আফগানিস্তানের রাজধানী কাবুলের বাইরে একটি সামরিক ঘাঁটি ও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে তালেবানের হামলায় ১২৬ সৈন্য নিহত হয়েছেন।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন।
নাম গোপন রাখার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের ভেতর বিস্ফোরণে ১২৬ নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।’
ওয়ারডাক প্রদেশের রাজধানী মাইদান শাহ- এ হামলার ঘটনা ঘটেছে বলেও জানান ওই কর্মকর্তা।মাইদান শাহ কাবুল থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গজনি-কাবুল হাইওয়ের পাশে অবস্থিত।প্রদেশের এক কর্মকর্তাও রয়টার্সকে একশ’র ও বেশি সৈন্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
সরকারি একজন কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল হামলায় ১২ জন্য নিহত হয়েছেন।
তালেবানরা এই সমন্বিত আক্রমণের দায় স্বীকার করেছে। মাইদান শাহ ঘাঁটির গেটে তারা একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়, জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
এরপর সেখানে তালেবান যোদ্ধারা প্রবেশ করেন। এই কৌশল তারা আগেও বিভিন্ন হামলায় ব্যবহার করেছে বলা হয় খবরে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















