কালকিনিতে প্রবাসের স্ত্রী অন্তসত্ত্বা
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রবাসের স্ত্রীর অন্তসত্ত্বা হওয়ার ঘটনা ঘটছে। এই ঘটনার পর সোমবার কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ খবর নিয়ে ঐ এলাকায় ব্যপক চাঞ্চল্যের দেখা দিয়েছে।
ঘটনার সূত্র থেকে জানা যায়, কালকিনি উপজেলার আলীনগর এলাকার রাজাচর গ্রামের এক সৌদী প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মুন্না আকন (২২) নামের এক যুবক। এর এই ধারাবাহিকতায় যুবক সাথে প্রবাসীর স্ত্রীর বিভিন্ন সময়ে একাধিকবার সম্পর্ক হয়ে থাকে। এক সময়ে নারী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসক দেখে বলেন সে দেড় মাসের অন্তসত্ত্বা। এ ঘটনায় প্রবাসীর স্ত্রীর পরিবার থেকে ঐ এলাকার হোগলপাতিয়া গ্রামের শামীম আকনের ছেলে মুন্না আকনের বিরুদ্ধে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এর পর থেকে ঐ যুবক পলাতক রয়েছেন।
কালকিনি থানার পুলিশের কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় তদন্ত করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন