কালশী বস্তিতে চলছে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/09/kalshi-20180923123325.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজধানীর মিরপুরে পল্লবী থানাধীন কালশী বস্তিতে আড়াইশ’ জনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর একটি দল মাদকবিরোধী অভিযান শুরু করেছেন। রোববার বেলা সাড়ে ১১টায় দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নের্তৃত্বে এ অভিযান শুরু হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. খুরশিদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথ অভিযানে নের্তৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানটির গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার।
খুরশিদ আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ছাড়াও অভিযানে রয়েছে এপিবিএন, পুলিশ ও আনসার সদস্য। ২৫০ জনের সমন্বয় টিম এ অভিযানে কাজ করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডেপুটি ডাইরেক্টর ২ জন, উত্তর ও দক্ষিণের এডি, পুলিশের দুইজন ডিসি ও দুইজন এসি অভিযানে অংশ নিয়েছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন