কালীগঞ্জে ইউএনও’র বিরুদ্ধে সরকারি গাড়ি অপব্যবহারের অভিযোগ
কোন প্রকার অনুমতি ছাড়া সরকারি গাড়ি ছুটিতে বাড়ি নিয়ে ভাইয়ের বিয়ে, বৌ-ভাত, গায়ে হলুদ, বিউটি পার্লারে নেওয়াসহ ক্ষমতার নানান অপব্যবহারের অভিযোগ উঠেছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের ব্যবহৃত সরকারি গাড়ি ব্যবহার নিয়ে উপজেলা জুড়ে এখন টক অব দী টাউন এ পরিণত হয়েছে।
তবে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত ০১৭৫৪৭৩৬৫৭১ নাম্বারে সোমবার বেলা ১১ টা ৭ মিনিটে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে মঙ্গলবার দুপুরে অন্য একটি নাম্বারে জিজ্ঞাসা করলে তিনি মিথ্যা বলে এড়িয়ে যান। এ ব্যাপারে সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবিরের নিকট জিজ্ঞাসা করলে তিনি সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের কোনো অনুমতি নাই বলে সাংবাদিকদের জানান। তবে কেউ ব্যবহার করলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম সরকারি গাড়ি নিয়ে গত ৯ জানুয়ারি হতে ১১ জানুয়ারি পর্যন্ত খুলনা বিভাগীয় কমিশনার এর কার্যালয় প্রশিক্ষণের জন্য খুলনায় অবস্থান করেন। প্রশিক্ষণ শেষে দুই দিন ছুটি নিয়ে সরকারি গাড়ি ব্যবহার করে তার ড্রাইভার নুরুল ইসলামকে সাথে নিয়ে নিজ বাড়ি যশোর জেলার অভয়নগর থানার সিদ্ধি পাশা ইউনিয়নের নাউলা গ্রামে জান। সেখানে তার ছোট ভাই ডাক্তার মামুনের বিয়ে, গায়ে হলুদ, বিউটি পার্লারে বউ সাজানো, বৌভাত সহ ফুলবাড়ি এলাকায় আসা যাওয়া ছাড়া যাবতীয় কাজে ব্যবহার করেন।
গত ১৪জানুয়ারি তার ছোট ভাই ডাক্তার মামুনের বিবাহ সম্পন্ন হয় এবং ১৫ জানুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়িতে বৌভাত অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত বৌভাত অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গাড়ি ভাড়া করে উক্ত বৌভাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর আগেও কোন প্রকার অনুমতি ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে। সরকারি গাড়ি এইভাবে ব্যবহার নিয়ে নানান সমালোচনা চলছে উপজেলাজুড়ে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক নুরুল ইসলামের নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার সাথে কথা না বলে স্যারের সঙ্গে কথা বললে ভালো হয় আমি সামান্য চাকরি করি হুকুমের গোলাম মাত্র।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন