কাশ্মীরে সংঘর্ষে এক নারীসহ ৩ বেসামরিক নাগরিক নিহত
ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।নিহতদের মধ্যে এক তরুণীও (১৬) রয়েছে।এ সংঘর্ষে আহত হয়েছে অন্তত পাঁচজন।
গতকাল শনিবার দক্ষিণ কাশ্মীরে সাধারণ জনগণ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে প্রতিবাদী জনতা। এতে ভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ করলে হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহতদের স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তিন জন মারা যায়। ওই ঘটনার পরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অনন্তনাগ, কুলগাম, সোপিয়ান ও পুলওয়ামা জেলায় ইন্টারনেট পরিসেবা স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার ‘দুখতারান ই মিল্লাত’নেত্রী আসিয়া আন্দ্রাবিকে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ গ্রেপ্তার করে দিল্লিতে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে শনিবার কাশ্মীর উপত্যকায় সর্বাত্মক ধর্মঘট পালিত হয়।
সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইন্ডিয়া
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন