কিশোরগঞ্জের ইটনায় চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিড়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোকারিম মিয়া (২০) উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিড়ার ভিটা এলাকার ফারুক মিয়ার ছেলে। ঘটনার পর তাঁর চাচা বাবুল মিয়া পলাতক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে বাড়ির উঠানে বাবুল মিয়া ও তাঁর ভাতিজা মোকারিমের মধ্যে হাওরে মাছ ধরা নিয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ধারালো ছুরি নিয়ে মোকারিমকে আঘাত করেন বাবুল মিয়া। এ সময় গুরুতর আহত হন মোকারিম। আহত অবস্থায় মোকারিমকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নিহত মোকারিমের আরেক চাচা মো: হারুন মিয়া জানান, মাছ ধরা নিয়ে সামান্য ঝগড়া হয়েছিল। হঠাৎ করেই বাবুল আর মনির ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। আমি মাঝখানে পড়ে রক্ষা করতে গিয়ে আহত হই। হত্যাকারী যে হোক আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে, অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















