কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলার হারেন্জা আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বেগম তালমিনা রাওশন সিদ্দিকার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার সিদলা ইউনিয়নের হারেন্জা বাজার কিশোরগঞ্জ-হাজীপুর সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শতশত অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষক বেগম তাহমিনা রাওশন সিদ্দিকার বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে এডহক কমিটির সভাপতির নাম মনোনয়ন, সরকারি বই বিক্রি, ছাত্রছাত্রীর কাছ থেকে রশিদবিহীন টাকা আদায়, ভুয়া ম্যানেজিং কমিটি গঠন, নিয়োগ বাণিজ্য সহ লাগামহীন দুর্নীতি অভিযোগ এনে তার বিচার দাবি করেন।
এ সময় বক্তাব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পদক কামরুল ইসলাম, শাহজাহান, নজুরুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মনির হোসেন, ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি কৃষিবীদ কামরুল হাসান রানা, সিদলা ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান প্রমুখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন