কিশোর গ্যাংয়ের বিষয়ে নজর রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘এখন সবেচেয়ে বড় কিছু সমস্যা আছে। এখন কিশোর গ্যাংয়ের উৎপাত দেখি। পড়ালেখা করা ছেলে-মেয়েরা কেন এসবে জড়াবে? এটা সবার দেখতে হবে।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষকসহ সবাইকে নজরদারি বাড়াতে হবে। ছেলে-মেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে যায় কি না, নজরদারি বাড়াতে হবে।’
আজ রবিবার সকালে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই, আমাদের দেশ এগিয়ে যাক, এটাই আমাদের লক্ষ্য।’
‘এবারের নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে’, উল্লেখ করে তিনি বলেন, ‘এবার তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।’
সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলনটি শুরু হয়, যা শেষ হবে আগামী বুধবার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন