কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। রোববার (৩০ জুন) দুপুরে সোনাহাট সেতু পারে তিন গ্রামের প্রায় একহাজার গ্রামবাসী এ মানব বন্ধনের আয়োজন করে। তারা এসময় সোনাহাট সেতু বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, ওসি রুহুল আমিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং সেতুতে যান চলাচল স্বাভাবিক করেন।
বিক্ষোভকারী আব্দুল কুদ্দুছ ও জাহিদুল ইসলাম জানান, বঙ্গসোনাহাট ইউনিয়নের চরবলদিয়ার পশ্চিমপার, গনাইরকুটি ও পাইকের ছড়ার কালিরহাট নামক স্থানে ইতিমধ্যে নদের ভাঙ্গনে ২০টি বাড়ি এবং ৭০/৮০ বিঘা ফসলী জমি নদী গর্ভে বিলিন হয়েগেছে। হুমকীর মুখে রয়েছে প্রায় দেড় শতাধিক বাড়িঘর। তারা অনতিবিলম্বে ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবী জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন