কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাদিকুর রহমান আজহারির মাহফিলে মুসুল্লিদের ঢল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/09/IMG_20240924_122528-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট যুব সমাজের উদ্যোগে ৫ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব থেকে সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান আজহারি। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ আনোয়ারুল হক আইনি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আজিজুর রহমান সরকার স্বপন।
উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সোনাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসেন।
মাঠের এক প্রান্তে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়।
স্থানীয় এলাকাবাসী, যুব সমাজ, মাহফিল এন্তেজামিয়া কমিটি ও স্বেচ্ছাসেবকের সার্বিক সহযোগিতার সুন্দর ও সুশৃঙ্খলভাবে তাফসীর মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০ টি ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহন করেন। এসময় সোনাহাট বাজারের আশ পাশে মুসুল্লিদের ঢল নামে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন