কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১২ বোতল ভারতীয় মদসহ আটক ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় ১২ বোতল অফিসার চয়েস মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১২ আগস্ট) বিকেলে সোনাহাট স্থল বন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই যুবক উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের শঠিবাড়ি এলাকার মহর আলীর পুত্র আলামিন (১৯) ও বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামের হাসেন ব্যাপারির পুত্র আলামিন (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভীত্তিতে এস,আই মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোনাহাট স্থলবন্দর এলাকার আশরাফুল আলম মন্জু সওদাগরের ডিপ ঘর থেকে মদ সহ তাদের আটক করে ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার সকালে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হবে।