কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩০০ বিঘা জমির জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিল উপজেলা পরিষদ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ৩০০ বিঘা আবাদি জমির জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিয়েছে উপজেলা পরিষদ। বুধবার (৬ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ভেরভেরি ও বাউসমারী বিলে ৩৫০ ফিট ১০ ইঞ্চি পাইপ বসিয়ে জলাবদ্ধতা নিরসন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী।
জানাযায়, স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান বিলের মাঝখানে বাঁধ দিয়ে পুকুর কেটে মাছ চাষ শুরু করেন। ফলে প্রায় দুই শতাধিক কৃষকের তিনশ বিঘা জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। এর প্রতিকার চেয়ে
এলাকাবাসীর পক্ষে ৪৪ জন ব্যক্তি স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার, কৃষি অফিসার ও থানার ওসির নিকট দেওয়া হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি মিমাংসার উদ্যোগ নেয় উপজেলা পরিষদের চেয়ারম্যান। এডিবির প্রকল্প থেকে ১০ ইঞ্চি মাপের ৩৫০ ফিট পাইপ বসিয়ে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার,
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আপেল মাহমুদ, ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন, ওসি তদন্ত মামুন, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, জমির মালিক বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানসহ রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন