কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পিপিআর নির্মূলে টিকা ক্যাম্পেইন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/IMG20230930101734-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূলে টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর ) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার দশ ইউনিয়নে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলে ২৭০টি ভেন্যুতে আগামী ৯ অক্টোবর পর্যন্ত ৬৩ হাজার ৫০০টি ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা দেওয়া হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা আক্তার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. এনামুল হক ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন