কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০ কেজি গাঁজাসহ পরিবহনের চালক ও সুপারভাইজার আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/IMG_20240124_225156-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০ কেজি গাঁজাসহ হানিফ পরিবহনের চালক ও সুপার ভাইজারকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার জয়মনিরহাট বাজার থেকে তাদেরকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। আটককৃতরা হলো বাসের চালক দেলোয়ার হোসেন (৩২)। সে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আকবর আলীর ছেলে। অপরজন হলেন বাসের সুপার ভাইজার রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাপদি গ্রামের হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জানুয়ারি ) রাত নয়টার দিকে গোপন সংবাদের ভীত্তিতে উপজেলার জয়মনিরহাট বাজারে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি নৈশকোচ ( ঢাকা মেট্রো-ব ১৪- ৮৭৫২) তে অভিযান চালিয়ে একটি কালো রং এর ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় বাসটির চালক ও সুপার ভাইজার দুজনে যোগসাজসে অবৈধ মাদক দ্রব্য ( গাঁজা) পরিবহন করার দায় স্বীকার করলে বাসটিসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন