কুড়িগ্রামে ছিন্নমূল মানুষের মাঝে সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের কম্বল বিতরণ
কুড়িগ্রামে ছিন্নমূল মানুষের মাঝে সাবেক এমপি শিল্পপতি পনির উদ্দিন আহমেদের নিজস্ব অর্থায়নে পাঁচ সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
১৭ জানুয়ারি (বুধবার) দুপুর সাড়ে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি পুত্র আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল।
১৭ জানুয়ারি (বুধবার) ভোগডাঙ্গা ইউনিয়নে অবস্থিত এ.হক জুট প্রসেসিং মিল চত্বরে ফুলবাড়ি, রাজারহাট ও কুড়িগ্রাম সদর উপজেলার ২১টি ইউনিয়নের ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের পুত্র আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জাপা নেতা নুরে আলম সিদ্দিক লাভলু, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ প্রমূখ।
কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে এমপি পুত্র আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল বলেন, ‘ ভোগডাঙ্গা ইউনিয়ন দিয়ে কম্বল বিতরণ শুরু হলো। পর্যায়ক্রমে কুড়িগ্রাম-২ আসনের প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ চলবে।
এ সময় তিনি আরও বলেন, ‘এমপি পনির উদ্দিন আহমেদ ভোটের রাজনীতি করেন না। তিনি এমপি হওয়ার আগে সাধারণ মানুষের পাশে ছিলেন, এখন এমপি নেই তবুও সহযোগিতা দিচ্ছেন এবং আগামীতেও এই মানবিক কাজগুলো অব্যাহত থাকবে-ইনশাল্লাহ্।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন