কুড়িগ্রামে বন্যার্ত মানুষের মাঝে বিএনপির খাদ্য সহায়তা বিতরণ
কুড়িগ্রামে বন্যাদূর্গত অসহায় ৩ শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে কুড়িগ্রামের ঘোগাদহে ৩ শতাধিক অসহায় বানভাসি মানুষের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান,শ্রম বিষয়ক সম্পাদক রফিয়াল হোসেন, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক এ্যাড, আশরাফ আলী, সহ পরিবার পরিকল্পনা সম্পাদক হেদায়েত হোসেন এলিচ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন,ঘোগাদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু সায়েম, সদস্য সচিব আবু বক্কর সহ নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন