কুড়িগ্রামে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জেলা কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) অভিনন্দন কনভেনশন সেন্টারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা উদয় শঙ্কর চক্রবর্তীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাঈদ হাসান লোবান, জেলা দুপ্রক এর সভাপতি সামিউল হক নান্টু।

জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বক্সী, প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেঘলা চৌধুরী প্রমূখ।

কর্মশালায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায়ে ৭৭টি কেন্দ্রের শিক্ষক এবং সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।